টিউলিপের পর পুতুল জয় বাংলা যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে বসানো হয়েছে সায়মা ওয়াজেদ পুতুলকে।
সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন ( দুদক ) থেকে চিঠিটি পাঠানো হয়েছে বলে দুদক সূত্র থেকে জানা যায়।
সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন,
‘সায়মা ওয়াজেদ পুতুলের দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রধান মন্ত্রী ‘শেখ হাসিনা’ তার ক্ষমতাকে ব্যবহার করে পুতুলকে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে বসায়।
অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে এখন অনুসন্ধান চলমান রয়েছে। পুতুলের বিষয়ে অনুসন্ধানী দল কাজ করে যাচ্ছে যেখানে যা করা প্রয়োজন হবে অনুসন্ধানী দল তাই করবে।
হাসিনা আমলে শুধূ পুতুলই নয় হাসিনা তার নিজ পরিবার ও আত্নীয়-স্বজনসহ কাছের সবাই কে একই ভাবে ক্ষমতার অপব্যবহার করে ভিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছে। যার ফলে তিনি যত স্বৈরাচারি করুক না কেন কেউ তার বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।
এইভাবে আরও অনুসন্ধান চালিয়ে হাসিনার সব কুর্কিতি দেশের মানুষের সামনে প্রকাশ করতে হবে যাতে সবাই সত্যিটা জানতে পারে।