দাঁতের গোড়ায় জমে থাকা পাথর দূর করুন দাঁতের গোড়ায় পাথর জমার ফলে মুখ থেকে দুর্গন্ধ বের হয়। মাড়িকে কে করে দুর্বল এবং মাঝে মাঝেই মাড়িতে ব্যথা অনুভব হয়।
দাঁতের গোড়ায় জমে থাকা পাথর দূর করুন সহজে
দাঁত ও মাড়িকে শক্তিশালী করতে নিয়মিত দাঁতে স্কেলিং করানো উচিত। এতে দাঁতের গোড়ায় জমে থাকা পাথর ও জীবাণু সহজে ধ্বংস হয় ফলে দাঁত হয় শক্ত ও মজবুত ।
দাঁতের গোড়ায় পাথর জমার ফলে কথা বলার সময় মুখ থেকে দুর্গন্ধ বের হলে নিজেকে খুব অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয়। খাবার খাওয়ার সময় দাঁতের গোড়ায় খাবারের কিছু অংশ জমে থাকে পরবর্তী সময়ে সেগুলো ভালভাবে পরিষ্কার করা না হলে ধীরে ধীরে সেগুলো থেকে পাথর জমে ফলে মাড়ি হয় দুর্বল ।
খাবার খাওয়ার সময় দেখা যায় অনেক ব্যক্তির দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয় এর কারণ হলো ঐ ব্যক্তির দাঁতের মাড়ি দুর্বল ফলে কোনো কিছু খাওয়ার সময় দুর্বল মাড়িতে একটু চাপ লাগার ফলে রক্ত বের হয়।
এমন দুর্বল দাঁত ও মাড়ি থাকলে অকালেই দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অথবা একটা শক্ত কিছু চিবিয়ে খাওয়ার সময় ঐ সব দুর্বল দাঁত পড়ে যাওয়ারও সম্ভাবনা থেকেই যায়।
স্কেলিং না করিয়েও দাঁত মজবুত ও ভাল রাখার উপায়
খাবার খাওয়ার পর নিয়মিত ভাল করে ব্রাশ করা, রাতে খাবার শেষ করে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করা এবং সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে খাবার খাওয়া। ব্রাশ করার সময় ভালভাবে ব্রাশ ঘুরিয়ে ঘুরিয়ে দাঁতের উপর নিচ করে ব্রাশ করতে হয়। এতে দাঁতের ফাঁকে জমে থাকা খাবার সহজে বেরিয়ে আসে এবং দাঁতের গোড়া রাখে পরিষ্কার। পাথর জমার কোনো চান্স থাকে না।
তরমুজের বিচির মত দাঁত গুলোকে করুন ধবধবে সাদা
যারা ধুমপান করেন বা পান খেতে খেতে সুন্দর দাঁত গুলোকে একেবারে তরমুজের বিচির মত বানিয়ে ফেলেছেন তাদের জন্য এই টিপস।
দাঁতের গোড়ায় জমে থাকা পাথর দূর করুন অতি সহজে
এক গ্লাসপানিতে ১ চামচ পরিমাণ সোডা সাথে ব্রেকিং পাউডার একচিমটি লবণ মিশিয়ে পাঁচ মিনিট সময় অপেক্ষা করুন তারপর সেই পানি দিয়ে কুলি করুন। দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারের অংশ গুলো একটি কাঠি দ্বারা বের করুন ।
মাথার চুল পড়া বন্ধ করে এই তেল
দাঁতের গোড়ায় জমে থাকা পাথর দূর করুন খাবার খাওয়ারপর দাঁতের গোড়ায় আটকে থাকা অংশ গুলো ভালভাবে পরিষ্কার করুন। কয়েকটি রসুনের কোয়া ফাঁকি করে সাথে ব্রেকিং পাউডার মিশিয়ে টুথপেস্ট এর সাথে নিয়ে ব্রাশ করুন দাঁত হবে ঝকঝকে এবং মুখ থেকে কোনো প্রকার দুর্গন্ধ বের হবে না।