কোডিং ছাড়া ইনকাম অ্যাপ তৈরী করতে পারবেন এবং সেই অ্যাপ দ্বারা সহজেই অর্থ উপার্জন করতে পারবেন।
কোডিং ছাড়া ইনকাম অ্যাপ তৈরী করুন
অ্যাপ ডেভেলপমেন্ট ও ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য কোডিং জানা প্রয়োজন। কোডিং শেখা অতটা সহজ নয়, যতটা মনে করা হয়। কোডিং করার মাধ্যমে অ্যাপ ডেভেলপমেন্ট করতে চাইলে শিখতে হবে অ্যাপ ডেভেলপমেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ল্যাঙ্গুয়েজ
1. Java ( এটি অ্যান্ড্রয়েডের জন্য প্রয়োজনীয়)
2. Kotlin
3. C++
4. C#
5. Swift and Objective C (এই দুটি হলো আইওএস ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত হয়)
6. Html, Css, Php ( এই তিনটি হলো ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য অপরিহার্য তবে এগুলো অ্যাপ ডেভেলপমেন্টে ও কার্যকর।
কোডিং করে অ্যাপ তৈরী করতে চাইলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো জানতে ও শিখতে হবে। প্রোগ্রামিং ভাষা শিখতে সময় ও অর্থ দুটোই প্রয়োজন। অনেক ইনস্টিটিউট ও ট্রেনিং সেন্টার অ্যাপ ডেভেলপমেন্ট ও প্রোগ্রামিং লার্নিং গাইড লাইন কোর্স প্রদান করে থাকে যা অনেক ব্যয় বহুল।
গুগল অ্যাডসেন্স এর তুলনায় সহজে অ্যাডমব থেকে আয় করার উপায়
কোডিং ছাড়া ইনকাম অ্যাপ তৈরী করার অনেক উপায় আছে। আপনি চাইলেই একজন অ্যাপ ডেভেলপার দ্বারা অ্যাপ ডেভেলপ করে নিতে পারেন এজন্য আপনাকে গুণতে হবে মোটা অংকের অর্থ। অ্যাপ ডেভেলপমেন্ট করার পারিশ্রমিক বেশ মোটা অংকের হয়ে থাকে। কোডিং ছাড়া ইনকাম অ্যাপ তৈরী করা ও কোডিং করে ইনকাম অ্যাপ তৈরী করার মধ্যে বেশ কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে।
কোডিং করে অ্যাপ তৈরী করতে অনেক সময় ও অর্থ দুটিই প্রয়োজন হয়। নিজে যদি কোডিং না জেনে থাকেন তাহলে একজন ভাল ডেভেলপার কে দিয়ে কোডিং করে অ্যাপ ডেভেলপ করে নিতে হলে অনেক অর্থের প্রয়োজন পড়ে।
অ্যাপ ডেভেলপমেন্ট ভিন্ন ভিন্ন নিশ অনুযায়ী হয়ে থাকে। অ্যাপ তৈরীর উদ্দেশ্য ও অ্যাপটি কি ধরনের কাজে ব্যবহৃত হবে, সেই নিশের ভিত্তিতে অ্যাপ ডেভেলপ করে থাকেন ডেভেলপার।
কোডিং ছাড়া ইনকাম অ্যাপ তৈরী তরতে যোগাযোগ করতে পারেন।
নিশ বলতে যেমন:- ব্যাংকিং, শিক্ষা, চিকিৎসা, কুরিয়ার, নিউজ, অর্থ উপার্জন এই রকম বিভিন্ন নিশ অনুযায়ী অ্যাপ তৈরী হয়ে থাকে।
কোডিং ছাড়া অ্যাপ ডেভেলপমেন্ট করার ভাবণা অনেকের মাথায় ঘুরপাক করে। অনেকেই চায় কোডিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না শিখে যদি অ্যাপ ডেভেলপমেন্ট করা যেত। হ্যাঁ, কোডিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা না থাকলেও অ্যাপ তৈরী করা যাবে। এবং এই অ্যাপ দ্বারা অর্থ উপার্জন করা সম্ভব হবে। নিজের ও পরিবারের ভাগ্য বদলে দেওয়া সম্ভব হবে কোডিং ছাড়া একটি অ্যাপ তৈরী করার মাধ্যমে।
কোডিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা না থাকলে যেভাবে অ্যাপ ডেভেলপমেন্ট করা যাবে, তা নিয়ে নিচে আলোচনা করা হল
অ্যাপ ডেভেলপমেন্ট করতে যা প্রয়োজন:-
১. একটি মানসম্মত কম্পিউটার বা ল্যাপটপ
২. ইন্টারনেট সংযোগ
৩. কম্পিউটার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ধারণা
৪. ইন্টারনেট ব্রাউজিং জানা
৫. অনলাইন রিসার্চ করার দক্ষতা
৬. ইন্টারনেট, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ বিষয়ে জানা থাকলেই কোডিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা না থাকলেও অ্যাপ তৈরী করা সম্ভব।
কিছু ডেভেলপার ওয়েবসাইটের সাহায্য নিয়ে নিজেই অ্যাপ তৈরী করতে পারবেন।
কোডিং ছাড়া অ্যাপ ডেভেলপমেন্ট করার ওয়েবসাইটের তালিকা:-
- Androied Builder
- Appsgeyser
- webintoapp
- Appcreator24
- Adalo
- Bubble
- Fultterflow
- Softr
- Thunkable Live
- Webflow
এই ওয়েবসাইটের যে কোন একটি সাইটে গিয়ে প্রথমে একটি অ্যাকাউন্ট ওপেন করে নিতে হয়। অ্যাকাউন্ট সম্পূর্ণ হলে ওয়েবসাইটে প্রবেশ করে নিউ প্রোজেক্ট এ ক্লিক করার মধ্য দিয়ে কোডিং ছাড়া অ্যাপ তৈরী কার্যক্রম শুরু হয়। অথবা আগের কোনো প্রোজেক্ট যদি এখানে ইমপোর্ট করতে চান তাও সম্ভব। এই ওয়েবসাইট গুলোর সাহায্য নিয়ে অনেক অ্যাডভান্স লেভেলএর অ্যাপ তৈরী করা সম্ভব।
এখন চলছে এআই যুগ, এখন কোডিং ছাড়া অনেক কিছুই করা সম্ভব। রিসার্চ করার দক্ষতা থাকলে অন অভিজ্ঞ ব্যক্তি অনেক কিছু করতে পারবে খুব সহজে।