ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধ করুন খুব সহজেই । আপনার বাসার ইলেকট্রিক মিটার রিচার্জ করতে বা বিল পরিশোধ করতে কষ্ট করে দূরে কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই।
প্রযুক্তি নির্ভর সময় এখন, আধুনিক বিজ্ঞানের যুগ চলছে। এই সময়ে এসে এমন কিছু কিছু কাজ আছে, যে কাজ গুলো সম্পূর্ণ করতে যেতে হয়না অন্য কোথাও। এমন একটা সময় ছিল যখন দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ভিন্ন ভিন্ন কাজ গুলো সারতে যেতে হতো ভিন্ন ভিন্ন জায়গায়। বর্তমান সময়ে এসে তার অবসান ঘটেছে।
আপনি চাইলে ঘরে বসেই যখন তখন বিদ্যুৎ বিল পরিশোধ বা মিটার রিচার্জ করতে পারবেন। মিটারে টাকা ভরতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করার মাধ্যমে ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধকারী টিমের সাথে আপনি যুক্ত হবেন। যুক্ত হওয়ার পর আপনার বিদ্যুৎ মিটারের নাম্বারটি দিবেন, কত টাকা রিচার্জ করবেন তা বলবেন, এরপর ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধকারী টিম আপনার মিটারে টাকা রিচার্জ করে একটি টোকেন নাম্বার দিবে।
এখন ঘরে বসে শুধু বিদ্যুৎ মিটার নয় এরকম আরও হাজারও রকমের কাজ সারা যায়। ব্যাংকিং খাত থেকে শুরু করে বাজার করা, বাসায় খাবার আনা, অন্যান্য আসবাবপত্র আনা, নিজে অন্য জায়গায় না গিয়ে সেই জায়গার কাজ করানো, ঘরে বসে থেকেই কাছের প্রিয়জনকে গিফট দিয়ে চমক দেওয়া। এরকম অনেক কাজই এখন খুব সহজেই করা যায়। একটা সময় ছিল যখন কেউ ভাবতেই পারত না যে, আমাদের এই দেশেও একটা সময় আসবে যখন মানুষ ঘরে বসে থেকেই অনেক কিছু করতে পারবে।
এই ত সেদিনের কথা মাত্র অল্প কিছু দিন আগের ঘটনা। গরমকাল হওয়াই কয়েক জন মিলে বাহিরে বসে আড্ডা দিচ্ছিলাম, এমন এক সময় বলে ওঠল,
আচ্ছা ডিজিটাল বাংলাদেশ কি?
তখন আমি বলে ওঠলাম, আরে তুমি কোন টিজিটাল এর কথা বলছো, ডিজিটাল মানে কি সেটা ত এই দেশের সরকার প্রধান নিজেই জানেনা তিনি কেবল নিজের সুনাম ছড়াতে ডিজিটাল বাংলাদেশ ট্যাগ ব্যাবহার করা শুরু করেছে। যায়ই হোক এই বিষয় নিয়ে অন্য একটি পোস্টে বিস্তারিত আলোচনা করা যাবে।