Adsterra মার্কেটিং ফুল কোর্স

Adsterra মার্কেটিং ফুল কোর্স

Adsterra মার্কেটিং ফুল কোর্স এই কোর্সটি আপনি যদি সম্পূর্ণ করেন তাহলে এরপর থেকে আপনাকে আর কারও কাছ থেকে টিপস নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না।

Adsterra মার্কেটিং ফুল কোর্স

অ্যাড এস্ট্রারা মার্কেটিং করে ইনকাম শুরুর প্রথমে যেটি করতে হবে। আপনার একটি ওয়েবসাইট থাকতে হবে। আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট তৈরী করে নিতে পারেন অথবা টাকা দিয়েও তৈরী করে নিতে পারেন।

এই পোস্ট পুরোটা আপনি যদি ভাল করে ফলো করেন, তাহলে আপনার জন্য Adsterra মার্কেটিং ফুল কোর্স করা হবে। এই পোস্টে তুলে ধরা হয়ে কিভাবে Adsterra মার্কেটিং ফুল কোর্স, এর নিয়মে কাজ করা হয়। 

ওয়েবসাইট তৈরী করা হয়ে গেলে আপনাকে একটি বিষয়ে নিশ্চিত হতে হবে যে, আপনি কি বিষয় নিয়ে ওয়েবসাইটে কাজ করতে চান বা চাচ্ছেন। যেমন- ব্লগ সাইট, নিউজ সাইট, মুভি সাইট, মুভি ডাউনলোড সাইট, অ্যাপ ডাউনলোড সাইট, মোবাইল ইনফরমেশন সাইট, টেক রিলেটেড সাইট সহ আরও এই রকম অনেক বিষয় আছে । আপনি চাইলে এগুলোর মধ্যে যে কোনো একটি নিশ বিষয়ে কাজ করতে পারবেন।

আপনি যে বিষয়টি সম্পর্কে সবচেয়ে বেশি আগ্রহী বা আপনার জানা আছে সেই রিলেটেড বিষয়ে কাজ করাই ভাল হবে।

সাইটে পোস্ট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে, আপনি যে বিষয়ে লেখালেখি বা পোস্ট করতে চাচ্ছেন , সেই লেখাগুলো বা ইনফরমেশনগুলো যেন একদম ‘ইউনিক’ হয় । অর্থাৎ অন্য কারও লেখা কপি করে পোস্ট করা যাবে না। আপনার লেখাগুলো যদি কারও কপি করা হয় তাহলে গুগল কখনো আপনার সেই পোস্টটিকে র‌্যাংক করাবে না। আর যদি আপনার পোস্টগুলো একদম ‘ইউনিক’ হয় তাহলে গুগল নিজে থেকে আপনার পোস্টগুলোকে র‌্যাংক করাবে।

পোস্ট র‌্যাংক করানোর বিষয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। আপনি শুধু ইউনিক ভাবে পোস্ট করার বিষয়ে সজাগ থাকুন তাহলেই চলবে। নিয়মিত ইউনিক লেখার মাধ্যমে ‘ওয়েবসাইটে’ পোস্ট করুন। ওয়েবসাইটের পোস্টগুলো ইউনিক হলে অর্গানিক ভিজিটর বা ট্রাফিক  আসতে শুরু করবে। এত পরিমাণে ‘ভিজিটর’ আসবে যা আপনার কল্পনার বাহিরে। আপনার ওয়েবসাইটি একবার যদি ‘গুগল র‌্যাংকে’ ওঠে তাহলে আপনার যে, কি পরিমাণ ‘ইনকাম’ আসবে, তা আপনি কখনোই ভাবতেও পারবেন না। আপনি শুধু একটু ধর্য্য ধরে সঠিক গাইড লাইন ফলো করে কাজ করতে থাকুন।

অ্যাড এস্ট্রারাতে যদি আপনার নামে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে একটি অ্যাকাউন্ট করে নিন Adsterra Sign Up

আর যদি ইতিমধ্যে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেখান থেকে কোড নিয়ে সাইটি মনিটাইজেশন করে নিন। মনিটাইজেশন’ করা একদম সহজ। তাই এই বিষয় নিয়ে আর কোনো কথা বললাম না। এরপরেও যদি কারও ‘মনিটাইজেশন’ অন করে নিতে কোনো সমস্যা হয় তাহলে গুগল থেকে জেনে নিতে পারবেন। গুগল থেকে দেখে যদি না পারেন তাহলে যোগাযোগ করুন আমি অন করে দিব কোনো ফি লাগবে না। 

Adsterra থেকে কোড নিয়ে ওয়েবসাইটে বসিয়ে ইমপ্রেশন আনার মাধ্যমে ইনকাম করতে পারবেন। আবার ডিরেক্ট লিংকে ভিজিট বা ক্লিক আনার মাধ্যমেও ইনকাম করতে পারবেন। 

অ্যাড এস্ট্রারা নিয়ে সাজেশন

অ্যাড এস্ট্রারা থেকে ইনকাম করতে কারও কাছ থেকে কোনো কোর্স করা থেকে বিরত থাকুন। কারণ ‘অ্যাড এস্ট্রারা’ নিয়ে যারা ‘কোর্স বিক্রয় করে থাকে তারা নিজেরাও কোর্সে দেখানো ঐ নিয়ম ফলো করে তেমন কোনো ইনকাম করতে পারে না । যদি পারত তাহলে তারা কোর্স বিক্রয় এর চেয়ে কাজের প্রতি বেশি মনোযোগী হত। আপনি যদি কোনো কোর্স করার বিষয়ে ভাবেন তাহলে বলব আপনি কোর্স করার সেই টাকা দিয়ে একটি ওয়েবসাইট তৈরী করে নিন। যা আপনার সারা জীবন ধরে কাজে আসবে । আপনার তৈরী করা সেই ওয়েবসাইটি সারা জীবন আপনাকে ইনকাম এনে দিতে পারবে। আপনি যখন এই পৃথিবীতে থাকবেন না তখনও, ওয়েবসাইটি থেকে আসা অর্থ আপনার পরিবার ভোগ করতে পারবে। Adsterra মার্কেটিং ফুল কোর্স

অ্যাড এস্ট্রারা সিপিএম হাই করব কিভাবে?

সিপিএম হাই করার জন্য আপনাকে পেইড মার্কেটিং করতে হবে। আপনি সিপিএম বাড়ানোর জন্য দিনরাত ইউটিউব, ফেসবুক, ইন্সট্রাগ্রাম, সহ সব জায়গায় যে সব ভিডিও দেখে থাকেন, তারা সবাই পেইড মার্কেটিং করে সিপিএম হাই করে থাকে। সিপিএম হাই করতে পারলে অবশ্যই আপনার ইনকাম ও অনেক হাই থাকবে। কিভাবে ‘সিপিএম’ হাই করবেন ? এই বিষয় গুলো কখনোই কেউ আপনার সাথে শেয়ার করবে না কারণ এটাই হলো তাদের তাবিজ বিক্রির একমাত্র কৌশল। Adsterra মার্কেটিং ফুল কোর্স

‘সিপিএম হাই’ করতে আপনি যে লিংক নিয়ে মার্কেটিং করতে চাচ্ছে সেই লিংকে সাইন আপ করানো । লিংকে সাইন আপ করাতে পারলে সিপিএম হাই আসবে। সেই সাথে রেভিনিউ ও অনেক ভাল পাবেন।

লিংকে সাইন আপ করাতে চাইলে পেইড মার্কেটিং করতে হবে। পেইড মার্কেটিং করে সহজেই লিংকে সাইন আপ আনা সম্ভব। পেইড মার্কেটিং’ ছাড়াও লিংকে সাইন আপ আনা যায়। তবে সেটা অনেক কম এবং তার পিছনে অনেক সময় নষ্ট করতে হয়। অর্থাৎ সময়ের তুলনায় ইনকাম আসবে কম। লিংকে সাইন আপ আনতে পারলে সিপিএম হাই হবে ‘১০০০% গ্যারান্টি’। এভাবেই সবাই কাজ করে থাকে, কিন্তু কেউ শেয়ার করে না। Adsterra মার্কেটিং ফুল কোর্স

অ্যাড এস্ট্রারাতে যেসব কান্ট্রি থেকে ‘ট্রাফিক’ আনতে পারলে খুব ভাল একটা রেভিনিউ পাওয়া যায়। সব সময় চেষ্টা করবেন সেই কান্ট্রিগুলোতে মার্কেটিং করতে এবং ‘ট্রাফিক’ আনতে। Adsterra মার্কেটিং ফুল কোর্স

অ্যাড এস্ট্রারা জিরো থেকে হিরো

লিংকে যত বেশি ‘ভিজিটর’ আনতে পারবেন তত বেশি রেভিনিউ পাবেন। একই লিংকে একই ভিজিটর যদি বার বার আসে তাহলে আপনার রেভিনিউ নষ্ট হবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে।

ওয়েবসাইটের মাধ্যমে অ্যাড এস্ট্রারাতে বেশি বেশি ইমপ্রেশন পেতে, কন্টেন্ট এর দিক গুরুত্ব দিন। মান সম্মত কন্টেন্ট লিখুন। ইউনিক কন্টেন্ট লেখার চেষ্টা করুন। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *